সরাইলে বাস চাপায় চালক নিহত
প্রকাশিত : ১৯:৪১, ১৮ জানুয়ারি ২০২৩

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় এক বিভাটেক চালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সানু মিয়া (৬০)।
বুধবার বিকেলে সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানু বৈশামুড়া গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাস সুনাগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় পথে বৈশামুড়া এলাকায় একটি বিভাটেক মহাসড়কের খেয়াল না করেই মহাসড়কটি পার হওয়ার সময় বাসটি বিভাটেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিভাটেক চালক সানু মিয়া নিহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কেআই//
আরও পড়ুন